হালিশহরে পুকুর ভরাটের অভিযোগে মামলা
ডেস্ক নিউজঃ চট্টগ্রামের হালিশহরের ছোটপুল কাঁচাবাজার এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মনির হোসেন বাদি হয়ে নগরের হালিশহর থানায় দুপুরে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন-জিসান (৩০), সোহাগ (৩২),জনি (৩৫), আকরাম (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসন্ধান করে ঘটনাস্থলে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন জানান, পুকুরটি ভরাটের মাধ্যমে অভিযুক্তরা পরিবেশের ক্ষতি করছে। বিগত একমাস ধরে তারা পুকুরটি ভরাট করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে।
আইএইচ/চখ