chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে মৃত্যুহীন দিনে শনাক্তও কমলো

জাতীয় ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে মৃত্যুর পাশাপাশি শনাক্ত কিছুটা কমেছে। গেল ২৪ ঘন্টায় সারাদেশের কোথাও নতুন করে কেউ মারা যায়নি।

এদিকে আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যাও কমেছে। ভাইরাসটি নতুন করে শনাক্ত হয়েছে ৯৩ জন। এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগের দিন সোমবার সারাদেশে একজনের মৃত্যু ও ২৫৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

আজ কারো মৃত্যু না হওয়ায় দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩শ ১৪ জনে অপরিবর্তিত থাকল। তাছাড়া নতুন শনাক্ত ৯৩ জন নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ২২২ জনে।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর