chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেপ্টেম্বরে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

ডেস্ক নিউজঃ চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা জাভেদ লতিফ।

২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান নওয়াজ শরিফ। সেই থেকে সেই দেশেই আছেন তিনি।

সোমবার (১৫ আগস্ট) পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে সংবাদ সম্মেলনে জাভেদ লতিফ আরও বলেন, ‘দেশের জনগণই হচ্ছেন তার ডাক্তার। সময়ে সঙ্গে সঙ্গে এই ডাক্তারদের মতামতে পরিবর্তন আসে এবং জাতি মনে করে, নওয়াজ শরিফের ফিরে আসা উচিত।’

আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি ও অন্যান্য আর্থিক অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের ২০১৮ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত নওয়াজকে ১১ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে জরিমানা করা হয় ১ দশমিক ৩ বিলিয়ন পাকিস্তানি রুপি।

কারাগারে থাকা অবস্থায় লাহোর হাইকোর্টে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আবেদন করেন নওয়াজ। আদালত সেই আবেদন মঞ্জুর করার পর ওই বছরই দেশ ছাড়েন তিনি, তারপর আর তাকে পাকিস্তানে দেখা যায়নি।

এদিকে কয়েকদিন আগে ইমরান খান দাবি করেন, তোসখানা থেকে অযোগ্য করতে তার বিরুদ্ধে নতুন মামলা করার প্রস্তুতি চলছে এবং একটি ষড়যন্ত্র করে নওয়াজ শরীফকে সেপ্টেম্বরের শেষে পাকিস্তানের ফেরানোর পরিকল্পনা হচ্ছে। এরপরই পাকিস্তানের সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো মুসলিম লিগের প্রধান নেতা পাকিস্তানে ফিরে আসছেন।

সূত্র: জিও নিউজ, দ্য ডন অনলাইন, এক্সপ্রেস ট্রিবিউন

এই বিভাগের আরও খবর