চলিতেছে খোশগল্প ভাবসাব: পরীমণি
ডেস্ক নিউজ: বুধবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চিত্রণায়িকা পরীমণি।
রোববার (১৪ আগস্ট)সন্ধ্যায় পুত্র সন্তানের নতুন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, পরীর ক্ষুদে রাজকুমার ‘রাজ্য’র সঙ্গে গল্প গুজবে ব্যস্ত দাদি ও নানি।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘চলিতেছে খোশগল্প ভাবসাব! তাঁর দাদি ও নানির সাথে’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, হাসপাতালে ৫ম দিন।
রাজ-পরীমনি দম্পতির পুত্রকে নিয়ে দারুণ সময় কাটছে পরী-রাজ দম্পতির।তাদের পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এসেছে প্রথম সন্তান।
মআ/চখ