chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে একদিনে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ

জাতীয় ডেস্ক : সারাদেশে নতুন করে আরও ২২৬ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। গেল ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ।

একই সময়ে করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে।

আজ রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২২৬টি নমুনা। এর মধ্যে ২২৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।

দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৮৭০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর