chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারও জ্বালানি তেলের দাম সমন্বয়ের ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী

ডেস্ক নিউজ: আবারও জ্বালানি তেলের দাম  মূল্যায়নের ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে জ্বালানি তেলের দাম বাড়বে, না কমবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি তিনি। শিগগিরই ট্যারিফ কমিশন বসে তেলের দাম ফের মূল্যায়ন করবে বলে জানান মন্ত্রী।

রোববার (১৪ আগস্ট) রংপুরের সেন্ট্রাল রোডের বাসায় দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় একথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বিশ্ববাজারে ডলারের দাম বাড়ায় তেলের দাম কমার সুফল বাংলাদেশ পাচ্ছে না,ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠকের পরই প্রকৃত অবস্থা বোঝা যাবে বলে জানান বাণিজ্যমন্ত্রী ।

বৈশ্বিক মন্দা পরিস্থিতে মানুষের কষ্ট লাঘবে সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আইএইচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর