মনোয়ারা বেগম আর নেই
চট্টলা ডেস্ক: বাঁশখালী গন্ডামারা গন্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খামারু পাড়ার বাসিন্দা হোসেন আহম্মদের স্ত্রী ও গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের চট্টগ্রামের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিউল আলমের বড় বোন মনোয়ারা বেগম (৫০) আর নেই।
আজ শনিবার (১৩ আগস্ট) সকাল ৭ টা ৪৫ মিনিটে চট্টগ্রামস্থ ন্যাশনাল হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছোট ভাই মো. শফিউল আলম।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের
উপদেষ্ঠা হাসান মুরাদ চৌধুরী, ইলিয়াস চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, সাংবাদিক নজরুল ইসলাম, হোসাইন সিকদার, সংগঠনের সভপতি বিশিষ্ট লেখক ও কলামিস্ট নুরুল মুহাম্মদ কাদের, সিনিয়র সহ সভাপতি এনামুল হক সিকদার, সহ সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারন সম্পাদক, মুহাম্মদ নুরুল হক সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক, শফিউল আলম, অর্থ সম্পাদক; রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো: ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ রিদুওয়ানুল হক, প্রচার সম্পাদক; এডভোকেট মুহাম্মদ আলী, সমাজ কল্যান সম্পাদক এটিএম রুহুল আমিন চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দীন সিকদার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক, মো: নাঈম উদ্দীন মাহফুজ, আইন বিষয়ক সম্পাদক; এডভোকেট দিদারে আলম ও সদস্য সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন।
আজ বাদে আসর খামারুপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন মনোয়ারা বেগম।