chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ট্রাক- প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্টাকের পেছনে ধাক্কায় প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের তিনজন সদস্য।

শুক্রবার (১২ আগস্ট) সকাল পৌনে সাতটায় শুকলাল হাট উপজেলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. ফোরকান বোয়ালখালী এলাকার বাসিন্দা।

আহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা মো. শহিদুল্লাহ (৫৫), তার স্ত্রী জাহানারা বেগম এবং ছেলে আরাফাত হোসেন। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি একটি সংবাদমাধ্যমেকে, নিশ্চিত করে বারোআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

তিনি বলেন, ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে বাড়বকুণ্ডের শুকলাল হাট বাজারের সার্ভিস লাইনে একটি ট্রাক দাড়ানো ছিলো। প্রাইভেট কারটি সোজা না গিয়ে সড়কের বামে বাজারে ঢুকার সার্ভিস লাইনে গিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ফোরকানের মৃত্যু হয়। প্রাইভেট কারে থাকা বাকী তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, ‘আহত স্বামী-স্ত্রী ও ছেলেকে আমরা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

আরএফ/জুইম/চখ

এই বিভাগের আরও খবর