chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো ১৫ থেকে ২২ শতাংশ

ডেস্ক নিউজঃজ্বালানি তেলের দাম বাড়ায়  নৌপথে পণ্য পরিবহনের ভাড়া ১৫ থেকে ২২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন লাইটার জাহাজ মালিকরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) এর নির্বাহী পরিষদের এক জরুরি সভা

শেষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডব্লিউটিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা, বরিশাল ও চাঁদপুর ছাড়া দেশের অন্যান্য গন্তব্যে আগের ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ যুক্ত হবে। লোকাল গন্তব্যে আপাতত বিবেচনাধীন থাকবে।

এক মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। ভাড়া বৃদ্ধির বিষয়টি গত ৬ আগস্ট থেকে কার্যকর হবে।অর্থাৎ যেসব জাহাজ ৬ আগস্ট থেকে আগের ভাড়ায় পণ্য পরিবহন করেছে তাদের কাছ থেকে নতুন ভাড়ার পরিমাণ সমন্বয় করা হবে।

সরকার জ্বালানি তেলের মূল্য কমালে আনুপাতিক হারে সমন্বয়কৃত এই পরিবহন দর হ্রাস করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

চখ/জুইম