chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলনায় মৃদু ভূমিকম্প অনুভূত

বিভাগীয় ডেস্ক : খুলনার বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার( ১১ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্থায়ী ছিল ৩ সেকেন্ড।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ। তিনি বলেন, খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল জানতে চাইলে আমিরুল আজাদ বলেন, সে তথ্য জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৩ দশমিক ৮।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রও জানিয়েছে, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর