chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার প্রকাশ্যে পুতিনের সমালোচনা করলেন রুশ ধনকুব বরিস

ডেস্ক নিউজঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনার করার দুঃসাহস দেখিয়েছেন রুশ ধনকুবের বরিস মিন্টস।  বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে রাশিয়ার অধিকাংশ উচ্চ পর্যায়েরর ব্যক্তিরা ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে নিশ্চুপ ছিলেন, সেখানে বরিস মিন্টস প্রকাশ্যেই বিষয়টি নিয়ে পুতিনের সমালোচনা করেছেন।

সবার চুপ করা পেছনে অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন মিন্টস। তার মতে, তারা সবাই ভয় পেয়ে গিয়েছেন। কারণ পুতিনের সমালোচনাকারীদের বেশ কঠোরভাবেই দমন করে ক্রেমলিন। দেশটির সংবাদ চ্যানেলগুলোও নিয়ন্ত্রণ করা হয়।

২০১৪ সাল থেকেই দেশটিতে অননুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে মিন্টস বলেন,  ‘যেকোনো ব্যক্তি’ যিনি প্রকাশ্যে পুতিনের সমালোচনা করেন তার ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে’।

তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কোনো বোমা শেল্টারে বাস করার উদ্দেশ্য নেই।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর