chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভোজ্যতেলের দাম সমন্বয় হবে: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক নিউজ: দেশে আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কি না একজন বাণিজ্যমন্ত্রী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, শিগগিরই ট্যারিফ কমিশন বসবে। তেল ব্যবসায়ীরা একটা দাবি দিয়েছে, তা গ্রহণযোগ্য হলে এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।

ভোজ্য তেলের দাম বিশ্ববাজারে কমেছে বলে জানিয়ে তিনি বলেন, ডলারের দামটা আমাদের দেশে  বেড়ে গেছে। এই কারণে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি ট্যারিফ কমিশন চেক করবে বলেও জানান মন্ত্রী।

আইএইচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর