chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় ডাবল মার্ডারে গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ: সন্ত্রাসীদের গুলিতে কক্সবাজারের উখিয়ায় বালুখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা মাঝি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে এই মামলায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আলম (৫৪), সাহ মিয়া (৩২) ও মো. সোয়াইব ( ১৯)।            ।

এর আগে বুধবার ১০ আগস্ট দিবাগত রাত ১টার দিকে নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহমুদ হাসান ও জাফর আলমসহ আরও কয়েকজন মিলে আবু তালেবকে গুলি করেছে মর্মে  তাদের নাম বলে গেছেন মৃত্যুর পূর্বে। পূর্ব শত্রুতার জেরে এই ডাবল মার্ডার সংঘটিত হয়েছে বলে জানা যায় মামলার এজাহার সূত্রে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ‘জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের সাবমাঝি সৈয়দ হোসেন (৪৩) এবং হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।’

আইএইচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর