chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় দেশে নতুন এক মৃত্যুতে শনাক্ত কমে ১৯৮

জাতীয় ডেস্ক : দেশে গেল ২৪ ঘন্টার ব্যবধানে প্রাণঘাতী করোনায় আক্রান্ত শনাক্ত কিছুটা কমে এসেছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৯৮ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২৩৯ জন। নতুন ১৯৮ জন নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ৬৮ জনে।

তবে আগের দিনের মতোই গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩০৯ জনে।

আজ বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।

গেল ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর