chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুশফিকের ‘ডাক’, শান্তর ‘গোল্ডেন ডাক’

ডেস্ক নিউজঃ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৪ ওভারে ৩ উইকেটে ৬৮ রান।এনামুল হক বিজয় ৩৯ বলে ৪৪ ও মাহমুদ উল্লাহ রিয়াদ ১১ বলে ১ রানে ব্যাট করছেন। সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম।

 

তামিম ৩০ বলে ১৯ রান করে রান আউটের শিকার হয়েছেন। তবে রানের খাতা খুলতে পারেননি শান্ত ও মুশফিক। শান্ত পেয়েছেন ‘গোল্ডেন ডাক’, আর তিন বলে কোনো রান না করেই সাজঘরেই ফিরেছেন মুশি।

জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। পছন্দের ফরম্যাট ওয়ানডেতে ফেভারিটই ছিল টাইগাররা। কিন্তু বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের হতবাক করে দিয়ে প্রথম দুই ম্যাচ হেরেই বাংলাদেশ সিরিজ খুইয়েছে। আজকের ম্যাচে হেরে গেলে জিম্বাবুয়ের কাছে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ।

আজকের ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে এবাদত হোসেনের। বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট খেললেও আজই প্রথম ওয়ানডে খেলছেন এবাদত। দ্বিতীয় ম্যাচে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আজ তিনিও একাদশে ফিরেছেন। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর