কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ আগস্ট পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিনে জেলার সেরা থানা,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা, অফিসার ইনচার্জ কে ক্রেস্ট প্রদান করা হয়।
এবার জুলাই মাসের সার্বিক কাজের ভিত্তিতে জেলার সেরা থানা,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রতিটি ক্ষেত্রেই মনোনীত হয়েছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ জনাব,শেখ মোহাম্মদ আলী।তিনি ইয়াবা সম্রাট নামে খ্যাত রোহিঙ্গা শফিউল্লাহকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে উখিয়ার পাতাবাড়ি পাহাড়ি এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করে।
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পিবিআই, সিআইডির উর্ধতন কর্মকর্তা,, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এডমিন, প্রত্যেক সার্কেল এবং কক্সবাজার জেলার প্রত্যেক থানার অফিসার ইনচার্জ বৃন্দ।অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব,মোহাম্মদ হাসানুজ্জামান (সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি)।
আলতাফ/জুইম/চখ