বিয়ের পিঁড়িতে বসবেন রিচা-আলী ফজল
ডেস্ক নিউজ: বলিউডের বহুল আলোচিত প্রেমিক জুটি রিচা চাড্ডা ও আলী ফজল। অবশেষে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দিল্লিতে বিয়ের পিঁড়িতে বসবেন রিচা-আলী ফজল।
আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দিল্লিতে সাতপাকে বাঁধা পড়বেন রিচা-আলী ফজল। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। আগামী অক্টোবরে মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে সংগীত ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ৩৫০-৪০০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হবে।
অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন আলী ফজল ও রিচা চাড্ডা। ২০২০ সালের শুরুতে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। জানা যায়, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলী। একই বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে বিয়ের নিবন্ধনের জন্য আবেদন করেন এবং মার্চে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করেন। কিন্তু করোনার প্রকোপের কারণে সব ভেস্তে যায়।
রিচা-ফজলের প্রেমের সম্পর্ক শুরু ‘ফুকরি’ সিনেমার সেটে। যদিও তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে।
মআ/চখ