chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঁচলাইশে চাঁদাবাজির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুরে চাঁদা দাবির অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে  জামাল কলোনির ১নম্বর রেল গেইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময়  চাঁদাবাজিতে ব্যবহৃত একটি চাপাতিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে  মাসুদ আলম (৩৭) নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করে আসছে  আটককৃত চাঁদাবাজরা। এক পর্যায়ে শনিবার দুপুর দুইটার দিকে জামাল কলোনিতে ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাথারি মারধর করে। পরবর্তীতে মো. জিকু চাপাতি দেখিয়ে হত্যা করার হুমকি দিলে  ভিকটিম মো মাসুদ আলমের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-  মো. মিজান (২৪) ও  মো. জিকু (২৫)

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার জানান,  চাপাতিসহ চাঁদা দাবির অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যভস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আইএইচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর