চট্টগ্রামে গণপরিবহণ বন্ধের ঘোষণা মালিক গ্রুপের
ডেস্ক নিউজ: চট্টগ্রামে গণপরিবহণ না চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ।
শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাতে এই সিদ্ধান্তের কথা জানান সংশ্লিষ্টরা।
জানা যায়, দেশের বাজারকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে রাত ১২ টা থেকে কার্যকর হবে এই নতুন দাম। সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর এমন সিদ্ধান্তের পরই চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশের তুলনায় বৈশ্বিক বাজারে জ্বালানির দাম অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো।
শুক্রবার রাত ১০ টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী-
ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা করা হয়েছে।
উল্লেখ্য যে, গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তাতে দাম হয়েছিল ৮০ টাকা লিটার। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারে ৬৫ টাকা।
আইএইচ/মআ/চখ