chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৫

জাতীয় ডেস্ক : মহামারী করোনা ভাইরাসেআক্রান্ত হয়ে সারাদেশে তিনজন মৃত্যু হয়েছে। তারা ঢাকা বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

মৃত তিনজনের মধ্যে একজন ৬১ থেকে ৭০ বছর মধ্যে এবং বাকি দুজন ৭১ থেকে ৮০ বছরের। ২৪ ঘন্টায় দেশে নতুন ৩ জনসহ এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯৮ জনের।

তাছাড়া গেল ২৪ ঘন্টা সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ছয় হাজার ৩৬৮ জন।

আজ বুধবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৭৮৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৭৪২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৩৪৭টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর