কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত
ডেস্ক নিউজঃ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রী সেলসিয়াস। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই মাঝারি ধরণের বৃষ্টি থেকে ভারি বর্ষণ হতে পারে।’
এদিকে সাগর উত্তালের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের সমুদ্রস্নান কিংবা পানিতে নামার ক্ষেত্রে সর্তক করছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম গনমাধ্যমকে বলেন, ‘সাগর উত্তাল থাকার কারণে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রয়েছে। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে এবং সাগরের অবস্থা দেখে পর্যটকদের সতর্কীকরণ মাইকিংসহ পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে।
জুইম/চখ