chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবর্জনা পুড়িয়ে পরিবেশ বিষাক্ত করছে কারা

নিজস্ব প্রতিবেদকঃ দিন কি রাত এ ভাবেই আবর্জনা পুড়িয়ে পুরো শহরের মানুষদের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে কোনো এক অসাধু চক্র। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে চট্টগ্রামের হালিশহর থানাধীন আনন্দবাজার এলাকাসহ আশেপাশের জনবসতি এলাকাগুলো। উন্মুক্ত স্থানে এভাবে আবর্জনা পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে পুরো এলাকায় নিঃশ্বাস নেওয়াই দায় হয়ে পড়েছে বলে জানান এলাকাবাসী।

আবর্জনা পুড়িয়ে পরিবেশ বিষাক্ত করছে কারা

বুধবার ( ৩ আগস্ট ) সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আনন্দবাজার এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টেনজিং গ্রাউন্ডে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জুড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আবর্জনার ভাগাড়। প্রায় ৩০০-৩৫০ মিটারের উচ্চতার ওই আবর্জনার ভাগাড়ে আগুন জ্বলছে বের হচ্ছে কালো ধোঁয়া।

সারা বছরই এভাবে জ্বালানো হচ্ছে এসব গৃহস্থালির আবর্জনার ভাগাড়। এতে হুমকির মুখে জনস্বাস্থ্য। পাশাপাশি আগুনের লেলিহান শিখায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কায় আতঙ্কিত আশেপাশে বসবাস করা স্থানীয় বাসিন্দারা ।

আবর্জনা পুড়িয়ে পরিবেশ বিষাক্ত করছে কারা

স্থানীয়রা জানান, আবর্জনা কমাতে কারা সেখানে আগুন দিচ্ছেন প্রতিদিন তা তারা চিহ্নিত করতে পারেননি। খন্ড খন্ডভাবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কায় চারিদিকে আতঙ্ক বিরাজ করছে ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সাথে কথা হলে তিনি চট্টলার খবরকে মুঠোফোনে জানান এ ঘটনার সাথে চসিকের কারও সম্পৃক্ততা নেই। স্থানীয় কেউ আগুন লাগিয়েছে বলেই তিনি দাবি করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কাজটি কোনও বেসরকারি প্রতিষ্ঠানকে দিতে ইতোমধ্যেই আলোচনা করছেন বলেও জানান তিনি।

আবর্জনা পুড়িয়ে পরিবেশ বিষাক্ত করছে কারা
বাতাস ভারি হয়ে উঠেছে হালিশহর এলাকার। বছরের ৩৬৫ দিনই জ্বলছে আবর্জনার পাহাড়। আলোকচিত্রী- এম. ফয়সাল এলাহী

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক চট্টলার খবরকে মুঠোফোনে বলেন, আমরা সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নিতে নোটিশ করবো সিটি কর্পোরেশনকে।

জুইম/চখ

এই বিভাগের আরও খবর