chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালীতে স্বর্ণের ৩টি চেইনসহ দুই ছিনতাইকারী আটক

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৫টার সময় নগরীর কোতোয়ালী থানাধীন বাটাগলির মুখ থেকে পুজা দাশ নামে এক রিক্সাআরোহীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্ত করতে গিয়ে ওই এলাকার বিভিন্ন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে ছিনতাইকারীদের সনাক্ত করে।

পরে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় টিম কোতোয়ালী। আটককৃতরা হলেন শাওন ফরাজী প্রকাশ শাউন (২৪) ও ফয়সাল সিকদার আপন (২২)।

আটকের তথ্যটি নিশ্চিত করে অভিযানে নের্তৃত্বদানকারী এসআই মো. মোমিনুল হাসান জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নতুন করে ছিনতাই মামলা দায়ের করে দুজনকে আদালতে প্রেরণ করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর