chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শসার বস্তা থেকে চোলাই মদ ও আফিম উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান থেকে চট্টগ্রাম আসার পথে  বাসে তল্লাশি চালিয়ে শসার বস্তা থেকে চোলাই মদ ও আফিম উদ্ধার করেছে র‍্যাব ৭।

রবিবার (৩১ জুলাই) বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে ওই মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত  মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।এসময় মাদক বহনের অভিযোগে বাঁশখালীর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামির নাম কাকন মল্লিক(৩৬), সে বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ির মন্টু মল্লিকের ছেলে।

র‍্যাবের র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চেকপোস্টে তল্লাশী চালিয়ে সাদা রংয়ের একটি পলিথিনের ভিতর থেকে সাড়ে ৩ লিটার চোলাই মদ এবং একটি  ব্যাগের মধ্যে  ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করি আমরা।

গ্রেফতারকৃত আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার।

জুইম/চখ

 

এই বিভাগের আরও খবর