chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে আব্দুর রহিম বাচন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বন্দর গেট মুখের লেবার কলোনিতে এ ঘটনা ঘটে।আব্দুর রহিম বাচন, ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রতিবেশী মো রাসেল চট্টলার খবরকে বলেন, লেবার কলোনির একাধিক জন আব্দুর রহিম বাচনকে ছুরিকাঘাতে করে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়েছিল বাচন।  সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, রাত সাড়ে নয়টার দিকে ছুরিকাঘাতে আব্দুর রহিম বাচন নামে এক যুবক নিহত হয় বলে জানা যায়।  আামরা ঘটনাস্থলে গিয়ে কে বা কারা ছুরিকাঘাত করেছে সেটা তদন্ত করে দেখছি।তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

আইএইচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর