chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে উড়িয়ে দিল ভারত

ডেস্ক নিউজঃ প্রথম টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। এটা ছিল ব্রায়ান লারা স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম‍্যাচ। এমন ম্যাচটি জয়ে রাঙাতে পারেনি স্বাগতিকরা।

১৯১ রানের টার্গেট তাড়ায় নেমে তারা থেমেছে মাত্র ১২২ রানে।

 

ত্রিনিদাদে গতকাল শুক্রবার টস হেরে ব‍্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব। ২৮ বলে ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে সূর্যকুমার যাদবের বিদায়ে। তিনি তিনি ১৬ বলে ২৪ রানের ক‍্যামিও খেলেন। এরপর শ্রেয়াস আয়ার (০), ঋষভ পন্থ (১৪) এবং হার্দিক পান্ডিয়া (১) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। একপ্রান্ত আগলে থাকা রোহিত উপহার দেন ৪৪ বলে ৭ চার ছক্কায় ৬৪ রানের ইনিংস। শেষদিকে ১৯ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন অভিজ্ঞ দিনেশ কার্তিক। হাঁকান ৪টি চার এবং ২টি ছক্কা।

 

রান তাড়ায় কাইল মেয়ার্স ঝড়ো শুরু করলেও ৬ বলে ১৫ রানেই থেমে যান। দীর্ঘদিন পর দলে ফেরা জেসন হোল্ডার মারেন ‘ডাক’। সর্বোচ্চ ২০ রান আসে শামার ব্রুকসের ব‍্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন অধিনায়ক নিকোলাস পুরান। অনেকদিন পর দলে ফেরা শিমরন হেটমায়ার ‌১৪ রান করেন। আরেক মিডল অর্ডার রোভম্যান পাওয়েলের সংগ্রহও ১৪ রান। ২৪ রানে ২ উইকেট নেন পেসার আর্শদিপ সিং। ২৬ রানে দুটি করে উইকেট নেন অশ্বিন ও রবি বিষ্ণই। ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। আগামী সোমবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর