chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দাবা খেলার সময় শিশুর আঙুল ভেঙে দিলো রোবট

প্রযুক্তি ডেস্কঃ মস্কোর একটি দাবা টুর্নামেন্টে সাত বছরের এক শিশুর আঙুল ভেঙেছে রোবট।

দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, ক্রিস্টোফার নামের ওই খুদে দাবাড়ু দ্রুত চাল দেওয়ার সময় রোবট তার আঙুল চেপে ধরে!

মঙ্গলবার (২৬ জুলাই) মস্কো দাবা ওপেন প্রতিযোগিতায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও স্থানীয় আউটলেট বাজা নিউজের একটি পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পৃথিবীর অনেক দেশেই এখন রোবটের সঙ্গে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিলো রোবট। তার চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই অন্যদিকে থাকা ছেলেটি চাল দিয়ে ফেলে।

চাল দেওয়ার সঙ্গে সঙ্গে রোবটটি তার আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকরা ছুটে যায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে রোবটটি অন্তত ১৫ সেকেন্ড ধরে আঙুলটি ধরে রেখেছে। তার আগে দু’জন দর্শক রোবটের খপ্পর থেকে শিশুটির আঙুল ছাড়ানোর চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ কসরতের পর অবশেষে খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হন তারা। কিন্তু ততক্ষণে শিশুটির আঙুলে গুরুতর চোট লাগে।

দাবা ফেডারেশনের সহসভাপতি সের্গেই স্ম্যাগিন বলেন, ‘এটি বিরল ঘটনা। এর আগে এমন ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছি না।”

তিনি জানিয়েছেন, ক্রিস্টোফারের হাতের চোট গুরুতর নয়। দ্রুত সেরে উঠেছে সে।

চখ/

 

এই বিভাগের আরও খবর