chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগুন পুড়ে ২১ শ্রমিকের মৃত্যু, ১৫ বছর পর মালিক ধরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়ায় জুটের গোডাউনে আগুনে পুড়ে ২১ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক মোবারক হোসেনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) তাকে কুমিল্লার মুরাদনগর থেকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

২০০৭ সালে বাকলিয়া থানার বউবাজারে জুটের গোডাউনে আগুন লাগে। এতে গোডাউনের ২১ জন শ্রমিক ভেতরে পুড়ে অঙ্গার হয়। এই ঘটনায় ফায়ার সার্ভিস মালিক পক্ষের ত্রুটি পায়। পরে মালিক মোবারক হোসেনকে অসামি করে একটি মামলা করা হয়। সে মামলায় ১৫ বছর যাবত তিনি পলাতক ছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান চট্টগ্রাম খবরকে বলেন, ঘটনার পর মোবারক ১৫ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। তার লোকেশন ট্রেস করে তাকে আমরা গ্রেফতার করি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর