chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুক্তি ভঙ্গ করে ইউক্রেনের বন্দরে হামলা!

ডেস্ক নিউজঃ কিয়েভ এবং মস্কো শস্য রপ্তানি আবার শুরু করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছনোর এক দিন পরেই ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরে বিস্ফোরণ ঘটেছে।ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ভোরে বন্দর নগরী ওডেসায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

 

বিস্ফোরণের জন্য রাশিয়াকে দোষারোপ করে ইউক্রেনের বিমানবাহিনী প্রধান বলেছেন, বন্দরে শস্যের মজুদাগারগুলো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।শুক্রবারের চুক্তির শর্ত অনুসারে শস্যের চালান ট্রানজিট চলাকালীন রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোকে লক্ষ্যবস্তু না করতে সম্মত হয়েছিল।

 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার বলেছে, দুটি কালিবর ক্ষেপণাস্ত্র ওডেসা বন্দরে আঘাত করেছে। আরো দুটি ক্ষেপণাস্ত্রকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।

 

স্থানীয় এমপি ওলেক্সি হোনচারেংকো টেলিগ্রামে লিখেছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর শহরটির বন্দরে আগুন লেগে যায়।
হোনচারেংকো লেখেন, ‘এই গুণ্ডারা এক হাতে চুক্তি করে আর অন্য হাতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ’

সূত্র : বিবিসি

এই বিভাগের আরও খবর