chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় ১৭শ কেজি ইলিশ জব্দ: নিলামে বিক্রি

চট্টলা ডেস্ক : ইলিশ ও সামুদ্রিক মাছের প্রজনন এবং সংরক্ষণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত ২০ মে থেকে।

আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ ও সামুদ্রিক মাছ ধরার বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে।

এমন একটি অভিযোগ পেয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরে উপজেলা মৎস্য দপ্তর,নৌ পুলিশ ও কোস্টগার্ডের টিম যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

যৌথ অভিযান পরিচালনা কালে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার অপরাধে ১৭শ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার বেশ কয়েকটি জাল জব্দ করা হয়। গতকাল রবিবার (১৭ জুলাই) রাতে রায়পুরের উঠানমাঝির ঘাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

পরে জব্দকৃত মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মোমিনের উপস্থিতিতে এতিমদের মাঝে ১শ কেজি মাছ বিতরণ করে বাকি ১৬শ কেজি মাছ পাঁচ লাখ ৮৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

চখ/আর এস

 

এই বিভাগের আরও খবর