chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সলিমপুরে ইউপি সদস্যকে মারধর মামলায় গ্রেফতার এক

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে ইউপি সদস্য মোহাম্মদ আরিফকে বেধড়ক মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।

আজ সোমবার দুপুর একটার সময় সন্ত্রাসী ইয়াসিন জামিন নিতে গেলে আদালত চত্ত্বরের আইনজীবি ভবনের ৩১৫ নম্বর কক্ষে অবস্থান করছেন এমন সংবাদ পায় আইনশৃংখলা বাহিনী।

গ্রেপ্তারের জন্য ওৎ পেতে থাকে পুলিশ। এসময় আইনজীবী ভবন হতে বের হলে তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা ও স্থানীয় চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে ফেরার পথে গাড়ি থেকে নামিয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরিফকে বেধড়ক মারধর করে ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা। হামলায় নেতৃত্ব দেন ইয়াসিন নিজে।

এঘটনায় হামলার শিকার ইউপি সদস্য আরিফ এর ছোট ভাই আব্দুল আলিম বাদী হয়ে ইয়াসিনসহ ৬ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর