chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালিশহরে মারধরে প্রাইভেট কার চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নগরীর হালিশহরে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) হালিশহরের সবুজবাগ জি ব্লকে এই ঘটনা ঘটলেও তা আজ বুধবার (১৩ জুলাই) সকালে প্রকাশ পায়।

নিহত ওই প্রাইভেট কার চালকের নাম- সুজন (৩০)। সবুজবাগ জি ব্লকে তিনি ভাড়া থাকতেন।

পুলিশসূত্রে জানা যায়, ঘটনার দিন ড্রাইভার সুজনের সাথে স্থানীয় যুবক অপুসহ অজ্ঞাতনাম আরও কয়েকজনের সাথে গাড়ি পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সুজনকে বেদম মারধর করে। মারামারির ঘটনা দুইদিন আগে ঘটলেও সুজন তার পরিবারকে জানায়নি। এমনকি থানায়ও কোন অভিযোগ করে নি। আজ সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর জিইসিতে বেসরকারী মেডিকেল সেন্টারে ভর্তি করা হলে তাকে মারধরের বিষয়টি পরিবারকে জানায়। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন চট্টলার খবরকে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সুরতহাল করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএইচকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর