chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম রেলস্টেশনে বেড়েছে ভিড়,ভোর থেকে দাঁড়িও পাননি টিকিট

ডেস্ক নিউজঃ অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ রোববার চট্টগ্রাম রেলস্টেশনে ভিড় বেড়েছে। এদিন ৭ জুলাইয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। ভিড়ের কারণে অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দুই দিন স্টেশনের কাউন্টারে তেমন ভিড় ছিল না।

অনেকে বলছেন, কাউন্টারে বেশি ভিড়ের কারণে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু তাতে ব্যর্থ হন। এক যাত্রী বলেন,গতকাল শনিবার ও আজ দুই দিন ভোরে এসে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি তিনি। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত লাইনে ছিলেন তিনি। কাউন্টারে গেলে তাঁকে জানানো হয় মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেসের টিকিট নেই। এরপর হতাশা নিয়ে বের হয়ে যান এই তিন।

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী জানান, যাঁরা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন তাঁরা টিকিট পেয়েছেন। লাইন ভেঙে কাউকে টিকিট দেওয়া হয়নি। আর অনলাইনেও অনেকেই টিকিট পাচ্ছেন।

চট্টগ্রাম স্টেশনে আজ ১০টি আন্তঃনগর ও ২টি বিশেষ ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর