chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

ডেস্ক নিউজ: চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রোববার ( ৩ জুলাই) এ ভূকম্পন হয়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকি কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৬টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

সিইএনসি-এর বরাত দিয়ে শিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মাত্র একদিন আগেই দেশটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ২৯ মিনিটে জিনজিয়াং প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর