chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মহেশের টুইটার ও ইনস্টাগ্রামে ফলো দিলেন বিল গেটস

 ডেস্ক নিউজ:  দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের সাথে সখ্যতা গড়লেন।   

শুধু তাই নয়, সম্প্রতি মহেশ ও তার স্ত্রী নম্রতা শিরোদকারের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলেছেন বিল গেটস।  সেই ছবি টুইটারে পোস্টও করেছেন। এমনকি মহেশ বাবুর অ্যাকাউন্টও ফলো করলেন বিল গেটস।

বলিউডের বদলে তেলেগু ছবির এ তারকার সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। কিছুদিন আগে মহেশ বাবুও বিল গেটসের সঙ্গে তোলা ছবিটি টুইট করেছিলেন।

বৃহস্পতিবার সেই ছবিটিই পুনরায় পোস্ট করে বিল গেটস লেখেন, ‘নিউইয়র্কে থাকা সবসময় খুব মজার। তুমি ভাবতেই পারবে না, কখন কার সঙ্গে দেখা হয়ে যাবে। নম্রতা আর তোমার সঙ্গে আড্ডা পর্ব দারুণ ছিল।’

মহেশদের সঙ্গে নিজের আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন বিল গেটস। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘বিখ্যাত মানুষেরা একই রকম খায়। নম্রতা ও তোমার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি হয়েছি।’

নচ/চখ

এই বিভাগের আরও খবর