chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে  গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। আগের দিন ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। বৃহস্পতিবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় কারও প্রাণহানি ঘটেনি। 

শনিবার (২ জুলাই) করোনাভাইরাসের দৈনিক প্রতিবেদন , আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ,  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত  থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুয়ায়ী, জানা যায় গেলো ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ৮টি ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৪৩ জনের ৩৫ নগরের এবং বাকি ৮ জনের মধ্যে হাটহাজারীর ৫ জন, সাতকানিয়ার ২ জন ও সীতাকুণ্ডের ১ জন রয়েছেন ।

এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩০১ জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬৮৫ জন এবং ৩৪ হাজার ৬০৬ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৩ জন। এদের মধ্যে ৭৩৪ জন নগরের এবং ৬২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আইএইচ/নচ/চখ

এই বিভাগের আরও খবর