chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাজনৈতিক সিনেমায় জুটি বাঁধছেন পরমব্রত-স্বস্তিকা

ডেস্ক নিউজ: আশির দশকের বাম-কংগ্রেস রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ‘শিবপুর’ নামের এই সিনেমার মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় ফিরছে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় জুটি।

সিনেমাতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে।

আশির দশকের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হবে সিনেমাটি। কলকাতা জুড়ে সেই সময় বাম-কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে মূলত হাওড়া ও শিবপুর এলাকায়। একের পর এক রাজনৈতিক হত্যা। তুমুল অরাজকতা। সেই রাজনৈতিক পরিস্থিতির রাশ ধরেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সঙ্গে ছিলেন আইপিএস অফিসার সুলতান সিং। সঙ্গী হয়েছিলেন এক নারীও। এরকমই এক গল্পকে সিনেমার পর্দায় আনছেন পরিচালক অরিন্দম। সিনেমাটিতে সুলতান সিংয়ের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। স্বস্তিকা হলেন সেই নারী সঙ্গী।

পরিচালক অরিন্দম জানান, সিনেমাটিতে প্রেমের কোনো জায়গা নেই। একেবারে রাজনৈতিক। সিনেমার শুটিং শুরু হবে ৮ জুলাই থেকে। শুটিং হবে শিবপুর সংলগ্ন এলাকায়।

মআ/চখ