chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে ৫০ চোরাই মোবাইলসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর ইপিজেডে চোরাই মোবাইলসহ চক্রের চার সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত দশটার দিকে ব্যরিস্টার কলেজের সংলগ্ন ক্যাফে জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ফুটপাত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মোঃ সোহেল(৩৫), । মো. আশরাফুল মিয়া (২৮), মো.সিরাজুল ইসলাম (২৯), মো. গোলাম নুর মিয়া(১৯)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আলী হোসেন বলেন, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন নিজেদের কাছে রেখে বাইরে বিক্রি করে দেয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর