chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় আরও ৬৬ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত। এসময় কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে শনাক্তের হার দেখানো হয়েছে, ১৩ দশমিক ৫৮ শতাংশ। আগের দিন সোমবারও একই সংখ্যক লোক করোনায় আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল প্রায় ৭ দশমিক ০৪ শতাংশ। ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেে ল্যাবে ১০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০ জন, শেভরণ হাসপাতালের ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, আরটিআরএল ল্যাবে ৪ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর