chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোটরসাইকেল নিষিদ্ধ: পিকআপে মোটরসাইকেল তুলে পদ্মা পাড়ি

ডেস্ক নিউজ: আজ সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। তবে কেউ অনেকে মানছেন না, পিকআপে মোটরসাইকেল তুলে পাড়ি দিচ্ছেন পদ্মা।   

রবিবার (২৬ জুন) রাতে মোটরসাইকেল নিষিদ্ধ  সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে সেতু বিভাগের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম দিনেই রোববার (২৬ জুন) মোটরসাইকেলের ঢল নামে। এতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। নিহতরা হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। তারা ঢাকার দোহার-নবাবগগঞ্জের বাসিন্দা।

উল্লেখ্য, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোর ছয়টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। তারপর নিয়ম ভাঙার হিড়িক পরে সেখানে। সেতুতে নেমে ছবি তোলা, টিকটক বানানো, নাট-বল্টু খোলা, মূত্র বিসর্জন, টোলপ্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো ঘটনাও ঘটে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর