chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনে অভিযানের পর প্রথমবার বিদেশ যাচ্ছেন পুতিন

ডেস্ক নিউজ: বিদেশ সফর যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন তিনি।

রোববার (২৬ জুন) রুশ গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোশিয়া ১ এর ক্রেমলিন প্রতিনিধি পাভেল জারুবিন বলেছেন, পুতিন তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন। পরে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে আলোচনার জন্য মস্কোতে মিলিত হবেন। রোববার এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জারুবিন বলেন, পুতিন তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির দীর্ঘদিনের শাসক এবং রাশিয়ার ঘনিষ্ট মিত্র প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যদিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাটে ক্যাস্পিয়ান দেশগুলোর এক সম্মেলনে আজারবাইজান, কাজাখস্তান, ইরান এবং তুর্কমেনিস্তানের নেতাদের সঙ্গে পুতিন যোগ দেবেন।

 

পুতিন সর্বশেষ বিদেশ সফরে গত ফেব্রুয়ারির শুরু দিকে চীন গিয়েছিলেন। সেই সফরে উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিন ‘সীমাহীন বন্ধুত্বের’ চুক্তি করেছিলেন

নচ/চখ

এই বিভাগের আরও খবর