chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কাটা চক্রের তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে এলপিজি গ্যাস সিলিন্ডার কাটা চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার (২৪ জুন) রাতে তুলাতলি এলাকার একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় কাটার জন্য রাখা ১৬ ‘শ খালি সিলিন্ডার জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. ইমতিয়াজ উদ্দিন (৩৬), ও মো. জহির হোসেন (৩৪)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টলার খবরকে বলেন, গ্রেফতার আসামীরা দীর্ঘদিন বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে। এসব সিলিন্ডার অধিকাংশ চোরাই সিলিন্ডার। তারা এটা জেনেও নিজেদের হেফাজতে নিয়ে কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে এসব গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসাবে রি-রোলিং মিলে বিক্রি করে। এতে করে সিলিন্ডার কোম্পানি গুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। সিলিন্ডারগুলো কেটে লোহা হিসেবে রি-রোলিং মিলে বিক্রির ফলে বাজারে সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। এছাড়া এসব সিলিন্ডার কাটার ফলে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারের আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ টাকা। আসামিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর