chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মধ্যাহ্ণ বিরতির ১২ মিনিট আগে ফিরলেন তামিম

ডেস্ক নিউজঃ সেন্ট লুসিয়ার ড‍্যারেন স‍্যামি ন‍্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্বক শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল শুরু থেকেই আক্রমণে ছিলেন। আর মাহমুদুল হাসান জয় ছিলেন নড়বড়ে। জুটিতে এসে গিয়েছিল ৪১ রান। 

এরপর ছন্দপতন। ৩১ বলে ১০ রান করে ফিলিপের বলে বোল্ড হয়ে যান মাহমুদুল। ৪১ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

 

এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। তার জায়গায় সুযোগ পেয়েছেন দীর্ঘদিন পর সাদা পোশাকে দলে ফেরা এনামুল হক বিজয়। তবে ধারাবাহিকভাবে বাজে পারফর্ম করে যাওয়া আরেক টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত একাদশে টিকে গেছেন। এছাড়া মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে এসেছেন তরুণ পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে উইন্ডিজ একাদশে পরিবর্তন এসেছে একটি। গুদাকেশ মোইতের জায়গায় সুযোগ পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম।

উইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেমন রেইফার এনক্রুমা বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জসুয়া ডি সিলভা (উইকেটকিপার), আলঝারি জোসেফ, কেমার রোচ, জাইডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর