chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি-রাঙ্গুনিয়ায় ২ হোটেলকে জরিমানা

চট্টলা ডেস্ক : অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং কাঁচা সবজি, মাছ-মাংস একত্রে ফ্রিজে রাখার দায়ে রাঙ্গুনিয়ায় দুটি খাবার হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলমের নের্তৃত্বে আজ বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার রোয়াজারহাট বাজারে অভিযান চালিয়ে এ দুই হোটেলকে অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম বলেন, উপজেলার রোয়াজার হাট বাজারের শাহ আশরাফীয়া হোটেল এন্ড বিরয়ানী হাউসকে ৬ হাজার টাকা ও আল মদিনা হোটেল এন্ড রেস্ট্রুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় এ জরিমানা করা হয় এবং দুই হোটেলকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর