chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সমুদ্রে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

জেলা-উপজেলা ডেস্ক : চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার গন্ডামারা ইউ‌নিয়‌নের প‌শ্চিম বড়‌ঘোনা এলাকার বাড়ির প‌শ্চি‌মে ব‌ঙ্গোপসাগ‌রে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন।

আজ রবিবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টার দিকে বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলের নাম মোহাম্মদ দিনার (৩২)। তিনি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার আবুল কাসেম আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আনসার বলেন, রবিবার বিকেলে তা‌র জানাজা শে‌ষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত জেলের চাচাতো ভাই শফকত হোসাইন জানান, শনিবার রাতে দিনারসহ ৫ জেলে মাছ ধরার জন্য নৌকা নিয়ে বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলে জাল পেতে অপেক্ষা করছিলেন।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। বজ্রপাতে দিনারের শরীরের অর্ধাংশ ঝলসে গেলেও মাছ ধরার নৌকার বাকি ৪ জেলে অক্ষত রয়েছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর