chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্যাদুর্গতদের সাহায্যর জন্য বিআইডব্লিউটি এর ৮ জাহাজ

ডেস্ক নিউজ: সিলেট অঞ্চলে বন্যাদুর্গতদের সাহায্যার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৮ টি জাহাজ দিয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে এই জাহাজ বরাদ্দ দেওয়া হয়।

রোববার (১৯ জুন)  বিআইডব্লিউটি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে-কমিটি বন্যা দুর্গতদের সহায়তায় ৮টি জলযান ব্যবহার করবেন। এগুলো হচ্ছে-টাগ জাহাজ আশা ও ঝিনাই, ওয়াটার বার্জ একটি, কেবিন ক্রুজার একটি, স্পীডবোট চারটি।

কমিটিতে রয়েছেন আবদুস সালাম, মো. জসীম উদ্দিন, রেজাউল করিম।

কমিটি জেলা প্রশাসক সুনামগঞ্জ, ইউএনও তাহিরপুর, পোর্ট অফিসারের সঙ্গে সমন্বয় করে বন্যার্তদের সহায়তা ও সমন্বয় সাধন করবেন।

মআ/চখ

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর