chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আট বছর পর আসছে ‘সিংঘম ৩’

ডেস্ক নিউজ: আট বছর পরে অবশেষে আসছে ‘সিংঘম ৩’ জানিয়েছেন পরিচালক রোহিত শেঠি ।

মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত শেঠি জানান, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ‘সিংঘম ৩’। এরই মধ্যেই ছবির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালে এই সিক্যুয়েল ছবিটির শুটিং শুরু হতে পারে। শুধু তা-ই নয়, ওই সংবাদসংস্থার কাছে রোহিতের দাবি, ‘সিংঘম-৩’ ভেঙে দেবে আগের সব ছবির রেকর্ড।

সংবাদসংস্থাকে রোহিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ভালো ছবি হয়— এমনটাই ধরে নেন মানুষ। আমি ভারতেই এমন ছবি বানাতে চাই, যা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হবে।

রোহিত শেঠির ‘সিংঘম’ ছবিটি প্রথম মুক্তি পায় ২০১১ সালে। অজয় দেবগণের ধামাকা এখনো ভুলে যাননি দর্শকেরা।

উৎসাহ বাড়িয়েছিল ২০১৪ সালের ‘সিংঘম ২’ ছবিটিও। তারপর থেকেই নতুন সিক্যুয়েলের অপেক্ষায় বসেছিলেন ভক্তরা।

মআ/চখ