chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাঁটু সমান পানিতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক:  এক দিনের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরেছে চট্টগ্রাম নগরবাসী। টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকা মরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর ২ নম্বর গেইট, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহরের অলি-গলিতে দেখা দিয়েছে হাঁটু সমান পানি। এ হাঁটুপানি মাড়িয়ে কেউ হেঁটে পার হলেও, কারো আবার গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

নগরীর চকবাজার থেকে বহদ্দারহাট মোড় এলাকায় রিকশায় নিয়মিত অফিসে যান অর্ণব পাল। সকালে তিনি চট্টলা খবরকে বলেন, অন্যান্য দিন ৩০ টাকায় অফিসে যেতেন। বৃষ্টির কারণে আজ তাঁকে ২০ টাকা বাড়তি দিয়ে যেতে হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‍শিক্ষার্থী অনুরুপা দেওয়ান বিরক্ত প্রকাশ করে বলেন, আমি মরাদপুরের মাঝারগেইট এলাকায় থাকি। এখান থেকে প্রত্যেক দিন হেঁটে ষোলশহর স্টেশনে ট্রেনের অপেক্ষা করি। কিন্ত আজ হাঁটু সমান থাকায় ৫০ টাকা রিকশা ভাড়া দিয়ে স্টেশনে এসেছি।

এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম চট্টলা খবরকে বলেন, গতকাল সকাল ৯ থেকে আজ সকাল ৯ টা পর্যন্ত এয়ারপোর্ট এলাকায় ৪৪ মিলিমিটার, আমবাগানে ১৯৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রের্কড হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই একদিন থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর