chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজঃ বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগায় শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই ম্যাচে টস হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।  

ওয়েস্ট ইন্ডিজের এখন অবধি ১৮ ম্যাচ খেলেছে টাইগাররা, যার ১২টিতেই হারতে হয়েছে। জয় এসেছে কেবল চার ম্যাচে। তবে ক্যারিবীয়ানদের তাদের মাটিতেই ২০০৯ সালে হারিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

এবারও তেমন কিছু পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। মুমিনুল হকের কাছ থেকে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ‘সবাইকে ভুল প্রমাণ করতে চান’ এই সিরিজে।

ইহ//চখ

এই বিভাগের আরও খবর