chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী যুবকের মৃত্যু

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপে মহানবী হয়রত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো দুজন আহত হয়।

নিহতের নাম মো. বাবর (৩৬)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওমান প্রবাসী বলে জানা গেছে।

জানা গেছে, আজ সোমবার (১৩ জুন) সকাল ১১ টার দিকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের এনাম নাহার মোড় এলাকায় মহানবী হয়রত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে তিনি ও আরো দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

স্থানয়ি সূত্রে জানা গেছে নিহত মো. বাবর একজন ওমান প্রবাসী। মাস দুয়েক আগে তিনি ছুটিতে দেশে আসেন। আগামী সপ্তাহে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। ব্যক্তিগত জীবনে বাবর ৩ সন্তানের জনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ খান। তিনি বলেন, কবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পরিদর্শণ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে নবী অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের ছাদে উঠে অবস্থান নিয়েছিলেন প্রবাসী বাবর ও অন্যান্য আরো অনেকে।

ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের সাথে লেগে বাবার ও আরো দুজন স্পৃষ্ট হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবরকে মৃত ঘোষণা করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর